নেপালকে হারিয়ে করোনাকালে আন্তর্জাতিক ফুটবল শুরু করল বাংলাদেশ

নেপালকে হারিয়ে করোনাকালে আন্তর্জাতিক ফুটবল শুরু করল বাংলাদেশ দল। আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জিতেছে। দীর্ঘ বিরতির পর ফেরার ম্যাচে নেপালকে হারানোর আনন্দটাই আলাদা। জামাল-জীবনদের সেই আনন্দকে আরও বাড়িয়ে দিল আর্থিক পুরস্কার। বাফুফের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ফেডারেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের জয়ের পর বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় আর্থিক পুরস্কারের ঘোষণা দেন নাবিল। তিনি বলেন, ‘আমরা সবাই আজকে খুশি। বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা এই ম্যাচ। প্রথম ম্যাচে আমরা নেপালকে ২-০ গোলে হারিয়েছি। খুশি হয়ে আমাদের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফেডারেশনের পক্ষ থেকে আমরা জয়ের জন্য ১০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছি। আগামী ম্যাচের আগেই ছেলেরা এই পুরস্কারের অর্থ পেয়ে যাবে। আশা করছি, আগামী মঙ্গলবার আমরা আরও ভালো খেলতে পারব। দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, আজ শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। শুরুতে বাংলাদেশকে এগিয়ে দেন নাবীব নেওয়াজ। দ্বিতীয়ার্ধে দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা মাহবুবুর রহমান সুফিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হওয়া দুটি প্রীতি ম্যাচের সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তাই ম্যাচ শুরুর আগেই ফিফা নির্দেশিত গ্যালারির ৮ হাজার দর্শকের কোটা পূরণ হয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.

Title