‘নির্বাচন নিয়ে কারো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই’

নিজস্ব প্রতিবেদক: সরকারি দলের এমপিরা বলেছেন, দেশি-বিদেশি স্বাধীনতাবিরোধী শক্তি উঠে-পড়ে লেগেছে। বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন।বাংলাদেশের নির্বাচন নিয়ে কারো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।

রবিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তারা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ‘১৯৭০ ও ১৯৭১ সালের নির্বাচন কি ভালো ছিল না? তাদের উপদেশ শুনতে হবে! যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সামরিক শাসন জারি করা হয়, হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়, তখন তারা মানবাধিকারের কথা বলেনি। এখন তারা নাকি গণতন্ত্রের জন্য ব্যস্ত।


আমেরিকার সম্প্রতি ভিসা নীতির সমালোচনা করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা যারা বন্দুক হাতে সরাসরি মুক্তিযুদ্ধে নেমেছিলাম, দেশটাকে স্বাধীন করেছি, তিন লাখ মা-বোনের ইজ্জত ও ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছি। তখন কিন্তু আমেরিকা তার বিরোধিতা করেছে, তা নাহলে অনেক আগেই দেশ স্বাধীন হতো, এত রক্ত ক্ষয় হতো না। তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল। তাদের দেশের জনগণ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিলেও আমেরিকা সরকার কিন্তু স্বীকৃতি দেয়নি। এটা আমরা ভুলিনি।’

সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে যে, দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং আগামী নির্বাচন সুষ্ঠু হবে। বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে সেনা প্রেরণ করে। দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ নিজেরাই যথেষ্ট। নির্বাচন নিয়ে কারো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই।

সরকারি দলের সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, ‘দেশি-বিদেশি স্বাধীনতাবিরোধী শক্তি উঠে-পড়ে লেগেছে। বিশ্ব রাজনীতিতে এখন বাংলাদেশকে প্রয়োজন। বাংলাদেশকে চাপ দিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন বন্ধুহীন নয়।’ বাংলাদেশ নিজস্ব গতিতে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.

Title