নিজের ঘরেই গুলিবিদ্ধ হন চেয়ারম্যানের পুত্রবধূ বিশ্ববিদ্যালয় ছাত্রী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহানাজ বেগমের বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন তার পুত্রবধূ, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সুবর্ণা হক।

গত শনিবার চৌমুহনী পৌর নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন বেলা ২টার দিকে হাজীপুর দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সুবর্ণা হক কীভাবে গুলিবিদ্ধ হলেন, তা নিয়ে কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি তার পরিবার। অবৈধ অস্ত্র নাড়াচাড়া করার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

সুবর্ণার শাশুড়ি শাহানাজ বেগম জানান, চৌমুহনী পৌর নির্বাচনে ভোট দিয়ে দুপুর দেড়টার দিকে বাসায় ফেরে সুবর্ণা। ড্রইংরুমে দাঁড়িয়ে চা পান করছিল সে। তখন আকস্মিক কোথা থেকে এসে সুবর্ণার বাঁ পায়ে গুলি লাগে। তার চিৎকার শুনে বাড়ির লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আলমগীর হোসেন জানান, তার বাঁ পায়ের পাতার ডান পাশ দিয়ে গুলি ঢুকে বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেছে। তবে রোগী শঙ্কামুক্ত।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদারের ধারণা, অবৈধ অস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে অসতর্কতাবশত গুলি বের হয়ে ওই নারী বিদ্ধ হতে পারেন।

এদিকে সুবর্ণার সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেননি তার পরিবারের লোকজন।

নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, শাহানাজ বেগমের বাড়িতে গুলির ঘটনার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

Leave A Reply

Your email address will not be published.

Title