নাসিরনগরে দু‘দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

“বাংলাদেশের এক অনন্য অর্জন,স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ”শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারনের সামনে তুলে ধরতে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে“উন্নয়ন মেলা’র উদ্বোধন করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,অধ্যক্ষ মোঃ আলমগীর,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আজহারুল ইসলাম,উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম,উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা ফারজানা আক্তার,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা নিবার্চন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের,পল্লী বিদ্যুতের ডিজিএম আবুল বাসারসহ সরকারি- বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ,এনজিও প্রতিনিধিসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনের পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ২৪টি স্টল অংশগ্রহন করে। পরে অতিথিরা মেলা পরিশর্দন করেন। এছাড়া কুইজ,সেমিনার,উপস্থিত বক্তৃতা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আকতার হোসেন ভুইয়া
নাসিরনগর ,ব্রাহ্মণবাড়িয়া

Leave A Reply

Your email address will not be published.

Title