নাসিকের পক্ষে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির লাশ দাফন করলেন কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জে করোনা উপসর্গ কিংবা এ রোগে কেউ আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তির লাশ দাফন কাফন সম্পন্ন করেছেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার ও তার সেচ্ছাসেবক দল।

বুধবার দুপুরে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে একজনের দাফন কাফন সম্পন্ন করেছেন তিনি। গত কয়েকদিন ধরে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ থাকায় পর আফতাব উদ্দিন নামে এক ব্যক্তি মারা যান ।

স্থানীয়দের দাবি, ঘরের ভেতরে একটি খাটে মৃতদেহ পড়ে থাকলেও পরিবারের কেউ সেটা ধরেনি। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে নাসিকে পক্ষে বুধবার কাউন্সিলর লোকজন নিয়ে মৃতদেহ নিয়ে মাসদাইরে কবরস্থানে দাফন করেন।

এ বিষয়ে খোরশেদ বলেন, কথা দিয়েছিলাম করোনা আক্রান্ত মরদেহ দাফন করবো। আজ বুধবার বাদ ফজর ফোন পেলাম জামতলায় আফতাব উদ্দিন করোনা উপসর্গ নিয়ে মারা গেসে। স্বেচ্ছাসেবক আরিফুজ্জামান হীরা, হাফেজ আকরাম ও জুনায়েদকে নিয়ে মেয়র মহোদয় ও ফতুল্লা পুলিশের সহযোগিতায় বাসা থেকে লাশ সংগ্রহ করে, কবর খনন, গোসল ও জানাজা শেষে দাফন করলাম।

 

Leave A Reply

Your email address will not be published.

Title