নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন সর্বোচ্চ ৮৪ জন৷ এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৭৪২ জন। তবে নতুন করে করোনায় কারো মৃত্যু হয়নি৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৪২ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ হিসাবা অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত ৫০৪ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ১৮৬ জন। বন্দর উপজেলার ৫ টি ইউনিয়নে আক্রান্তের সংখ্যা ১০ ও মারা গেছেন ১ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১৬, সোনারগাঁয়ে আক্রান্ত ১৬ ও মারা গেছেন ২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১ জন ও ১০ জন আক্রান্ত।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬০ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩০ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৮ জন, সদর উপজেলার ৮ জন, রূপগঞ্জ ১ ও আড়াইহাজারের ৩ জন করে।

Leave A Reply

Your email address will not be published.

Title