নাটোরে দিনমজুর ও কর্ম হারানো মানুষদের মাঝে সরকারীভাবে খাদ্য সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবেলায় কারণে রোজগার বন্ধ হয়ে যাওয়া নাটোরে দিনমজুর ও কর্ম হারানো মানুষদের মাঝে সরকারীভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় দিনমজুর ও কর্ম হারানো মানুষদের ৫০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী  মধ্যে রয়েছে পরিবার প্রতি ১০কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল , ১ কেজি আলু এবং সাবান ১টা। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর শরিফ চৌহানসহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জানান, কর্মহারা মানুষদের যাতে না খেয়ে থাকতে না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই খাদ্য সামগ্রী বিতরণ পর্যায়ক্রমে চলতে থাকবে।
অপরদিকে নাটোর পৌরসভার উদ্যোগে পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি দুঃস্থ গরীব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ সোমবার সকাল দশটার দিকে শহরের কানাইখালী মহল্লা থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়। সরকারি সহায়তার ৫ কেজি চাল এবং মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে ডাল ও আলু বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title