নাটোরে আম্ফানের তান্ডবে ৩শতাধিক ঘরবাড়ি বিধস্ত

নাটোর :  নাটোরের বড়াইগ্রামে ব্যাপক তান্ডব চালিয়ে চালিয়েছে ঘূর্ণিঝড় আম্ফান । বুধবার দিবাগত  রাতে প্রায় তিন ঘন্টা ব্যাপী ঘূর্ণিঝড় আম্ফান তান্ডব চালিয়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত করেছে। এছাড়া ঘূর্ণিঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে,  বেশ কয়েক স্থানে বৈদ্যুতিক খুটি ভেঙে পড়েছে, বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বনপাড়া বাইপাস এলাকার সকল বিলবোর্ডের পোস্টার ক্ষতবিক্ষত হয়ে উড়ে গেছে।  ঝড়ো হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভুট্টা ক্ষেত, পাট ক্ষেত, ধান ক্ষেত সহ সকল ধরনের ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক লাইন স্বাভাবিক হতে কমপক্ষে দুই দিন সময় লাগবে।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজ জানান, ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা হাতে পেলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। ‌

Leave A Reply

Your email address will not be published.

Title