নাগরপুরের কম্বাইন্ড হারভেস্টার ও কৃষি উপকরণ বিতরণ 

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি দপ্তর।
আজ ৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে ধান বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি (হারভেস্টার) বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন বিশ্বাস, মো. ইমরান হোসাইন শাকিল, মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা বেগম সহ উপজেলার বিভিন্ন স্তরের কৃষকগণ। এ সময় ৪০০ কৃষকের মাঝে আউস, বৃ ৪৮ ধান বীজ, ডিএপি সার ২০ কেজি , এওপি সার ১০ কেজি প্রতি কৃষককে দেয়া হয়। যাতে তারা এক বিঘা জমি চাষ করতে পারে।এছাড়াও উপজেলার ভারড়া ও পাকুটিয়া ইউনিয়নে ২টি কম্বাইন্ড হারভেষ্টা বিতরণ করা হয়েছে।  প্রণোদনার কৃষি এ সব উপকরণ পেয়ে খুশি কৃষকরা।

Leave A Reply

Your email address will not be published.

Title