জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছন, সাধারণ মানুষের স্বার্থে আমাদের উদ্ভাবনের দিকে ঝুঁকতে হবে। নতুন নতুন উদ্ভাবন প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণ লাভবান হতে পারে।
মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ঢাকা ডায়লগে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, অভিবাসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ, জলবায়ু পরিবর্তন, নিরপত্তা ইত্যাদি ইস্যু বৈশ্বিক হয়ে উঠেছে। আর জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের মধ্যে রোহিঙ্গা জ্বলন্ত উদাহরণ।