জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কো“মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যামনাল রেজিস্টার”-এ অন্তভূক্তির মাধ্যমে” বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের গুরুত্ব ও তাৎপয তুলে ধরে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পলিত হয়। এ উপলক্ষে রোববার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আত্রাই মুক্তি যোদ্ধা কমপ্লেক্স আত্রাই রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপণের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মাচ দিবস পলিত হয়েছে। সকাল ১১টায় আত্রাই উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বর্তমান কোভিট-১৯ পরিস্থিতি বিবেচনায় আত্রাই উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত পূবক স্বাস্থ্য বিধি অনুসরণ করে স্বল্প পরিসরে ঐতিহাসিক ৭ মাচ সম্পকে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাবেক কমন্ডার,মুক্তিযোদ্ধা সংসদ,আত্রাই উপজেলা কমান্ড মোঃ আখতারুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,অধ্যক্ষ মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাহবুবুর রহমান দুলু, আত্রাই মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ ইমতিয়াজ হোসেন,আত্রাই পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআজিম উদ্দিন, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী, ভোঁপাড়া ইউপি চেয়ারম্যান জানবক্স,সাহাগোলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,কালিকাপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপকনাজমুল হক নাদিম উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান,উপজেলা সমবায় অফিসার মোঃ নিজাম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া বেলা 12টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষনের উপর প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগীতায় দুই ক্যাটাগরীতে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬জন শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
একেএম কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি