দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে,শীতে জনজীবন বিপর্যস্ত

আবারও চলতি শীত মৌসুমে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিন দিন তাপমাত্রা কমতে থাকায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে চলছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। তবে সকাল ৯টার পর ঝলমলে রোদ কিছুটা স্বস্তি দিলেও উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগের শেষ নেই নিম্ন আয়ের মানুষদের। বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। দৈনন্দিন আয় কমে গেছে রিকশা-ভ্যানচালক ও দিনমুজুরদের। শীতে কাঁপছে মানুষ।

Leave A Reply

Your email address will not be published.

Title