দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে দমন করুন: সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার প্রতিনিধি: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে দমন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সেই সাথে দেশে উস্কানিমূলক পদক্ষেপে অংশ নিয়ে নৈরাজ্য সৃষ্টি করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে নিজ জেলা কক্সবাজারের বিমান বন্দরে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ-বিদেশে বসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেই দিকে লক্ষ্য রাখুন।’

দেশে উদ্ভুত পরিস্থিতিতে দেশবাসীর ধৈর্য্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, উস্কানিমূলক যেকোনো পদক্ষেপে অংশ নেবেন না। এতে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে।

কক্সবাজার বিমানবন্দরে তিনি এসে পৌঁছলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

Title