নিজস্ব প্রতিবেদক: মুজিবশতবর্ষ উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী প্রামাণ্য চিত্র“ দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ”এর শুভ উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মঙ্গলবার দুর্নীতি দমনকমিশনের প্রধান কার্যালয়ে তিনি প্রমান চিত্রটি উদ্বোধন করেন ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্তসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে এসে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বিভিন্ন সভা–সমাবেশে ঘুষ–দুর্নীতির বিরুদ্ধে যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো একত্রে সন্নিবেশিতকরে এই শর্ট–ফিল্মটি তৈরি করা হয়েছে। এটি দেশের সর্বত্র পৌঁছে দেওয়া হবে। বঙ্গবন্ধুর এই বক্তব্য আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তোলবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এই ফিল্মটিকে দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি।