সিরাজগঞ্জের তাড়াশে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ২পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে এবং ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘীসগুনা গ্রামে আফসার আলী গ্রæপের সাথে ইদ্রিস আলীর গ্রæপের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মাদ্রাসার ক্যাশ নিয়ে হিসাব নিকাশ শুরু হলে তর্কে জড়িয়ে পরে দু-গ্রæপ। পরে তা ভয়াবহ সংঘর্ষে রুপনেয় এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০জন গ্রæরুতর আহত হন। আহতদের মধ্যে ৭জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ সদর,বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ও ঢাকা মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শামীম শাহরীয়ার (রাফি)
সিরাজগঞ্জ প্রতিনিধি