তারেক-জোবায়দার সাজার রায়ে জামায়াতে ইসলামীর উদ্বেগ

অনলাইন ডেস্ক: জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দুর্নীতি মামলায় সাজা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

বিবৃতিতে তিনি বলেন, গত ২ আগস্ট রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের সাজা দেওয়া হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলায় তাদের সাজা দেওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, তাদের যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। শুধু রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং দেশের মানুষের নিকট তাদের ভাবমর্যাদা নষ্ট করার জন্যই পরিকল্পিতভাবে এ সাজার রায় দেওয়া হয়েছে। যা অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যতের রাজনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড এবং হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.

Title