নিজস্ব প্রতিনিধিঃ
দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর মৌজায় ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাঘৈর মৌজার এলাকাবাসী।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকার কেন্দ্রীয় কারাগার এর বিপরীত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় হাজী মেছবাউদ্দিন বাবুল এর নেতৃত্বে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতে ঘন্টা ব্যপী এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত বক্তরা বলেন, এটা আমাদের বাপদাদার সম্পত্তি, এবং আমরা এখানে শান্তি পূর্ণ ভাবে বসবাস করি কিন্তু এখানে বাস টার্মিনাল নির্মাণ করা হলে মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- হবে। এ জন্য প্রতিদিন আমাদের ভীতসন্ত্রস্ত হয়ে বসবাস করতে হবে। তাই আমরা এখানে বাসটার্মিনাল চাইনা।
তেঘরিয়া ইউনিয়নে আরো অনেক খোলামেলা জায়গায় আছে সরকার যেন সেখানে স্থাপন করে।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা উপ দপ্তর সম্পাদক আকতার উজ্জামান রুবেল যুবলীগ নেতা নূরনবী,তেঘরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা বেগম, ব্যবসায়ী রায়হান মিয়াসহ আরো অনেক।
এদিকে ঢাকার যানজট নিরসনে সরকার নতুন করে কয়েকটি স্থানে বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেছে- সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনালে দেড় হাজার বাসের ধারণক্ষমতা রয়েছে। অথচ এখন টার্মিনাল তিনটিতে প্রতিদিন ৯ হাজার ২৯৮টি বাস রাখা হয়। আরও কয়েক হাজার বাস নগরীর বিভিন্ন সড়কে পার্কিং করা হয়। যানজটের বড় একটা কারণ এটা। এ সমস্যা থেকে মুক্তি পেতে ঢাকা শহরের সীমান্তবর্তী এলাকায় নতুন করে আরও ১০টি টার্মিনালের প্রস্তাব করা হয়েছে কমিটির তরফ থেকে।
এগুলো হচ্ছে- কাঁচপুর উত্তর (১৫ দশমিক ৪৬ একর), কাঁচপুর দক্ষিণ (২৭ দশমিক ৭১ একর), কেরানীগঞ্জের বাঘৈর (৩৩ দশমিক ৬৩ একর), সাভারের হেমায়েতপুর (৩৬ দশমিক ৫০ একর), বিরুলিয়া (১৪ দশমিক ৫৩ একর), গাজীপুর (১১ দশমিক ৭০ একর), নবীনগর-চন্দ্রা রোডের বাইপাইল (৪০ দশমিক ৪০ একর), কাঞ্চন এলাকা (২৪ দশমিক ২৪ একর), আটিবাজারের ভাওয়াল (২৫ দশমিক ৭৮ একর) এবং ভুলতা (২৪ দশমিক ২২ একর)।