ঢাকা নগর পরিবহনে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ভাড়া ৫৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকা নগর পরিবহনে ঘাটারচর-কাঁচপুর রুটে প্রায় ২৭ কিলোমিটার দূরত্বে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা; সর্বোচ্চ ভাড়া ৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সা হিসেবে ভাড়া পরিশোধ করতে হবে। কেউ যদি এক স্টেশন থেকে উঠে পরের স্টেশনে নামে তাহলে তাকে ১০ টাকা ভাড়া দিতে হবে।

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যাত্রীদের ভোগান্তি লাঘবে বহুল প্রতীক্ষিত ‘ঢাকা নগর পরিবহন’-এর যাত্রা শুরু হয়েছে।

বাস রুট র‌্যাশনালাইজেশনের অংশ হিসেবে আপাতত ‘ঘাটারচর-কাঁচপুর’ রোডে এই সেবা চালু হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছিল, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রোববার সকাল ১০টা থেকে ‘ঢাকা নগর পরিবহন’ চালু হয়।

প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সিটি করপোরেশনের এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার এবং ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাসসহ মোট ৫০টি বাস নামছে। দুই মাসের মধ্যে এতে যুক্ত হবে ১০০টি বাস। আর এ পথে রুট পারমিটবিহীন কোনো বাস চলতে দেয়া হবে না।

Leave A Reply

Your email address will not be published.

Title