নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, ‘‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধান বিচারপতিসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।’’
কোরবানির ঈদ উপলক্ষে সিটি করপোরেশন সব ধরনের ব্যবস্থা নিয়েছেন বলেও এসময় তিনি জানান।
এর আগে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। ৭টা ৮ মিনিটে ২ রাকাআত ঈদের নামাজ শেষ হয়।
এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান।