স্পোর্টস ডেস্ক : করোনার কারণে মার্চ থেকেই বন্ধ আছে মাঠের ক্রিকেট। স্থগিত হয়েছে বেশ কয়েকটি সিরিজ। তবে ক্রিকেটীয় আবহ ফেরাতে ঈদুল আজহার দুই সপ্তাহ আগে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের আয়োজন করে বিসিবি। ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকে আবার অনুশীলন শুরু হওয়ার কথা।
এরই মধ্যেই বিপিএল নিয়ে আশার কথা শুনালো বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী। আজ বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘চলতি মাস শেষ হোক। আমরা সেপ্টেম্বরে চিন্তা-ভাবনা করবো। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের স্লট থাকবে। ওই সময় আমরা চেষ্টা করবো বিপিএল আয়োজন করার।’
তবে চাইলেই যে বিপিএল আয়োজন করা যায় না- সেটাও মনে করিয়ে দেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। কারণ এর সাথে জড়িয়ে আছে অনেক কিছুই, ‘বিপিএলকে আমরা ঘরোয়া টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করছি। এখানে খেলতে অনেক আন্তর্জাতিক ক্রিকেটাররা আসেন। করোনার এই সময় তারা আসবেন কি না সেটাই বড় প্রশ্ন। তাছাড়া অংশগ্রহণকারী দলগুলো প্রস্তুত কি না সেটাও গুরুত্বপূর্ণ বিষয়।’