টেপ টেনিস নয়, ক্রিকেট খেলার অনুশীলন করতে হবে ক্রিকেট বল দিয়ে: মাশরাফি

মধুখালী( ফরিদপুর) প্রতিনিধিঃ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এমপি বলেছেন, যুবসমাজকে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় বেশি করে অংশ নিতে হবে, সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে হবে। একইসঙ্গে মাদক থেকে সবসময় দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে ‘আয়শা-সামী টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচের উদ্বোধক হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন মাশরাফি।
তিনি বলেন, টেপ টেনিস নয়, ক্রিকেট খেলার অনুশীলন করতে হবে ক্রিকেট বল দিয়েই।  স্থানীয় পর্যায়ে এ আয়োজন খেলার প্রতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খেলা শুরুর আগে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি বিশিষ্ট ক্রিড়ানুরাগী এ কে আজাদ, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মাইনউদ্দিন আহমেদ মানু, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, আওয়ামী লীগ নেতা শাহ আলম মুকুল, শহীদুল ইসলাম, ড. যশোদা জীবন দেবনাথ, শিল্পপতি লোকমান হোসেন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

Title