রাসেল হাওলাদার, বরগুনা প্রতিনিধি : টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার নয়দিন পর শরীরের করোনা শনাক্ত হয়েছে বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের।
সোমবার (৩ মে) সকালে আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ এ তথ্য নিশ্চিত করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল ইউএনও মো. আসাদুজ্জামান করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। পরে গত ২৮ এপ্রিল থেকে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। রোববার (২ মে) বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়।
ডা. আবদুল মুনয়েম সাদ জানান, ইউএনও আসাদুজ্জামান তার সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা ভালো আছে।