মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২৫ মে) টাঙ্গাইল জেলায় নতুন করে ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নাগরপুর উপজেলা ১জন, দেলদুয়ার উপজেলায় ৩জন মির্জাপুর উপজেলায় ৬জন, বাসাইল উপজেলা ১জন, ঘাটাইল উপজেলায় ১জন ও মধুপুর উপজেলায় একজন। এ নিয়ে জেলায় ডাক্তার, পুলিশসহ সর্বমোট ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় এখন পর্যন্ত মোট হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয় নতুন ২৫জন সহ ১৬৪২ জন। এ পর্যন্ত ৪৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। মৃত্যু হয়েছে ৪জন।