জয়পুরহাটে সরকারী চালসহ ১জন আটক

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইয়ে সরকারি ১৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় রানা নামের এক যুবককে আটক করা হয়েছে। রানা ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, মাত্রাই গুচ্ছ গ্রামের রানার বাড়িতে সরকারি চাল মজুত করা হয়েছে বলে পুলিশ জানতে পারে। খবর পেয়ে রাতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় রানার ঘর থেকে লুকিয়ে রাখা ১৪ বস্তা চাল জব্দ করে। একেকটি বস্তায় ৬০ কেজি করে চাল আছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্ততি চলছে।

উল্লেখ্য, গত ১২ দিনে জয়পুরহাটের আক্কেলপুর, ক্ষেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারি চাল মজুদের অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এসব ঘটনায় ছয়টি মামলা হয়েছে এবং কয়েক টন সরকারী বিভিন্ন প্রকল্পের চাল জব্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title