জয়পুরহাটে একটি বিদেশী পিস্তল ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ শীর্ষ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল।
০৬ অক্টোবর মঙ্গলবার বিকাল সারে তিন ঘটিকায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ রাজিব ইসলাম (২৭) কে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করেছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ পার্শবর্তী দেশ ভারত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের নিকট বিক্রি করে আসছিল এবং তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ প্রায় ৭ টি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে রাজিব ইসলামের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।