নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা মোকাবেলায় সহযোদ্ধা হিসেবে অসহায়, নিরীহ, নিম্নবিত্ত ও কর্মহীন পেশাজীবী মানুষের পাশে দাড়িয়েছেন জাতীয় শ্রমিকলীগ নেতা এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্স সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
শুক্রবার রাতে নারায়নগঞ্জ জেলা প্রসাশক মোঃ জসিম উদ্দিন এর উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করেছেন।
এ ব্যাপারে কাউসার আহমেদ পলাশ জানান, করোনা সংকট মোকাবেলায় ৫০০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সর্ম্পূন করা হয়ে। আজ থেকে দারিদ্রসীমার নিচে বসবাস করা অসহায়, দিনমজুর, কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের বাড়ি বাড়িতে তাদের জন্য প্রস্তুতকৃত খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, গণপ্রজান্ত্রী সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার নির্দেশেই আমরা জনগনের পাশে থেকে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া এই সংকট মোকাবেলায় কাজ করে যাচ্ছি । সকলের প্রতি স্ব-স্ব জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী জনগনের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন এই নেতা।