জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সরকার নির্বাচনের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক: একটা জন্ম সনদ, মৃত্যু সনদ ও নাগরিক সনদের জন্য সাধারণ মানুষের দুর্ভোগের কোন শেষ নেই। আমরা বারবার অভিযোগগুলো করে যাচ্ছি কিন্তু শোনার লোক নেই। গণশক্তি সভা কর্তৃক আয়োজিত জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এসব কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান।প্রফেসর ডক্টর দেওয়ান সাজ্জাদের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট আইনজীবী ও গণমুক্তি জোটের চেয়ারম্যান ড.শাহরিয়ার ইফতেকার ফুয়াদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবী ড. হেলাল উদ্দিন
প্রধান অতিথি বলেন, সড়কগুলোতে শৃঙ্খলা ফিরেনি। যানজট নিরসনে এখনো পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেয়নি সরকার।সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার কোন সৃষ্টিশীল উপায় বের করতে পারেনি।বিশেষ অতিথির বক্তব্যে আলমগীর মহিউদ্দিন বলেন,যে কোন মূল্যে আমাদেরকে ঐক্যপ্রক্রিয়া ধরে রাখতে হবে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলাগুলোতে জনপ্রতিনিধি নেই। এত দীর্ঘ সময় ১৮ কোটি জনগোষ্ঠীর এই দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি শূন্য থাকলে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন বলেন, তৃণমূলে অসন্তোষ দূর করার জন্য ইউনিয়ন পরিষদ নির্বাচন এর ব্যবস্থা করা যেতে পারে।

সাম্প্রতিক সময়ে ডাকাতি ছিনতাই সহ ভয়ংকর অপরাধ বেড়েই চলেছে। মানুষের মনে সন্দেহ আছে এসব অপরাধ সংগঠনের নৈপথ্যে কারা কলকাঠি নাড়াছে? গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতা প্রশমনে সরকার যথাযথভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হলে দেশ একটা চূড়ান্ত অরাজকতার দিকে ধাবিত হতে পারে।

ড.শাহরিয়ার ইফতেখার ফুয়াদ তার প্রবন্ধে বলেন, বাংলাদেশ এক নতুন রাজনৈতিক মেরুকরণের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।ব্যাপক ভিত্তিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে নাকি দায়সারা নির্বাচন দিয়ে ক্ষমতা স্থানান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে? এটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব কাসেম মাসুদ, ড. আব্দুল মান্নান, জাতীয় নাগরিক পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, গণ মুক্তিযোটের কো চেয়ারম্যান হোসেন, অধ্যাপক মেহেদী হাসান, বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল, প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.

Title