নিজস্ব প্রতিবেদক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু হয়েছে। বিশিষ্ট এ নাগরিকের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মামুন মোস্তাফী মঙ্গলবার রাতে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি, আমাদের প্রিয় বড় ভাই আমাদের মাঝে আর নাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
‘আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ নিবেদন, আপনারা তার জন্য প্রাণভরে দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। আমিন।’
এর আগে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু জানান, রাত সোয়া ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মৃত্যু হয় জাফরুল্লাহ চৌধুরীর।
জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার কথা সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বিজ্ঞপ্তিতে জানান, শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে লাইফ সাপোর্ট দেয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন, তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসাসেবা চলছে।
এর আগে গত ৭ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাফরুল্লাহ চৌধুরীর অসুস্থতার কথা জানানো হয়। এতে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। কয়েক দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগেও আক্রান্ত।