চুনারুঘাটে তথ্য প্রযুক্তি আইনে দুই সাংবাদিক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে সনাতন ধর্ম, সরকার ও দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুল জাহিরকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক আবদুর রাজ্জাক রাজু এবং জাহিরকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিগত কিছুদিন আগে সাংবাদিক আবদুল জাহির সনাতন ধর্ম ও সরকারবিরোধী ফেসবুক পোস্ট ও তাতে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর কমেন্টের উপর ভিত্তি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন চুনারুঘাট হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।

ওসি শেখ নাজমুল হক জানান- রাজু এবং জাহিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন, চুনারুঘাট হিন্দু কমিউনিটি নেতা প্রণয় পাল। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবার পর তদন্ত সাপেক্ষে তাদেরকে আটক করা হয়। এখনও তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

এদিকে সাংবাদিক গ্রেপ্তারের বিষয়টি জেনে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title