চারণ কবির স্মরন সভা
এস এম জাহাঙ্গীর আলম
সরকার চলছে পিতার শত জন্ম ভুলে যেওনা
তাঁর কর্ম তুলে ধর তাঁর কৃত কর্ম আর একটা গুলিও যদি চলে আর একটা মানুষও যদি মরে তবে বাংলার প্রতিঘর হয়ে যাবে দুর্বার মহা সংগ্রাম হবে স্বাধীনতার!
এক উত্থিত তর্জনী আকাশ চিরে শুনিয়ে ছিল সেই মহাবারতা গীতি কবিতায় সন্জয় রয় সুরারোপ করি আমি সাত মাস ধরে গেয়েছি সে গান ‘এক উত্থিত তর্জনী।
‘ রোকেয়া প্রাচি অভিনয় করে জড়িয়েছে তা’তে প্রাণ স্বার্থক শ্রমে নিবেদিত শিশু মাথিন আর কিষান।
জহির বাবুর নির্দেশনায় সৃষ্টিতে কবিঘর সৃষ্টি সেরা কর্ম দিলাম তোমায় উপহার!
লেখক- পুলিশ সুপার, গীতিকবি ও কন্ঠশিল্পী।