বাস-ট্রাক ও রাস্তাঘাটে যেসব হিজড়া চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে তৃতীয় লিঙ্গের গুরুমাতারা। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় তারা। এ সময় তৃতীয় লিঙ্গের এক শ’ জনেরও বেশি সদস্য উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে গুরুমাতা রাখি শেখ বলেন, আমরা পাবলিক পরিবহনে সাধারণ মানুষদের বিরক্ত করে চাঁদা তোলার বিরুদ্ধে। আমরা একইসাথে মাদক বিক্রি, ছিনতাই, চুরি ও যৌনকর্মেরও সমর্থন করি না। যারা এ ধরনের কাজ করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যারা পথে-ঘাটে সাধারণ মানুষকে বিরক্ত করে, জোর করে টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।