সারাদেশের ন্যায় আজ চতুর্থ ধাপে জামালপুরের মেলান্দহ পৌরসভার নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ব্যালটপেপারে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
মেলান্দহ পৌর নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র শফিক জাহেদী রবিন (নৌকা) , বিএনপির মনোয়ার হোসেন হাওলাদার (ধানের শীষ) ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের লিয়াকত হোসেন (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌর নির্বাচনে মেলান্দহ পৌরসভার ১০টি কেন্দ্রের ৭০টি বুথে সর্বমোট ২৪ হাজার ৫৬৪ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩৯ জন ও মহিলা ভোটারের সংখ্যা ১২ হাজার ৭২৫ জন।
নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২২৪ পুলিশ সদস্য, বিজিবি ৩ প্লাটুন ও র্যাবের ৪টি টহল টিম।
এমরান হোসেন,
জামালপুর প্রতিনিধি।।