গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিকসের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। ১ জুন, বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেডি প্যান্ডর কেপ টাউনে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই তথ্য জানিয়েছেন।

নালেডি প্যান্ডর বলেছেন, ‘ব্রিকস সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠেয় একটি পরিকল্পিত শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পেয়েছেন। ব্রিকসের সদস্য হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।’

এদিকে গত মার্চ মাসে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দক্ষিণ আফ্রিকা আইসিসির বিধিতে স্বাক্ষরকারী একটি দেশ। ফলে দেশটিতে প্রবেশের পরে রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে বাধ্য হবে দক্ষিণ আফ্রিকার সরকার। তবে পুতিনের ব্রিকস সম্মেলনে আসা উচিত হবে কিনা এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলেনি দক্ষিণ আফ্রিকা।

এর আগে ২০১৫ সালে সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গ্রেপ্তার করে আইসিসির কাছে হস্তান্তর করতে অস্বীকার করেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছিল দেশটি। সে সময় আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন উপলক্ষে জোহানেসবার্গ গিয়েছিলেন ওমর আল বশির।

উল্লেখ্য, উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস জোট গঠিত। এই জোটটিকে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন এর বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। ২০০৯ সালের জুনে ব্রিকস প্রতিষ্ঠিত হয়।

সূত্র: ডেইলি সাবাহ

Leave A Reply

Your email address will not be published.

Title