মামুন সরকার, টাঙ্গাইল প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় ঈদের ছুটি কাটাতে ভয় আর শঙ্কা নিয়ে বাড়ি ফিরছে মানুষ বঙ্গবন্ধু সেতু দিয়ে যাত্রী চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গগামী হাজার হাজার মানুষ মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকায় যমুনা নদী পাড় হচ্ছে।
সুপার সাইক্লোন আম্পানের সতর্কতার কোনও তোয়াক্কা না করে ভূঞাপুরের গোবিন্দাসী নৌঘাট এবং কালিহাতীর গড়িলাবাড়ি ও নিউ ধলেশ্বরী ঘাট দিয়ে গাদাগাদি করে নৌকাযোগে স্বপরিবারে ছোট ছোট শিশু নিয়ে নারী-পুরুষ গন্তব্যে যাচ্ছেন। আর এ সুযোগে যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে নৌ মালিকরা। এভাবে নদী পাড় হতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে নৌকাডুবির ঘটনা।