খুলে দেয়া হচ্ছে দেশের সব মসজিদ,মসজিদে নামাজ আদায় করবে মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদকঃ মসজিদে সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার যোহরের নামাজের পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

বুধবার এ সংক্রান্ত এক বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেন, এখন থেকে সাধারণ মুসল্লিরাও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে তারাবিহ আদায় করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। নামাজের কাতারে দাঁড়াতে হবে নিরাপদ দূরত্ব বজায় রেখে। এছাড়া দুই কাতার পর এক কাতার ফাঁকা রাখতে হবে। মসজিদে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, দূরত্ব বজার রেখে আমরা যেমন অন্যান্য কাজ করছি, তেমনি এখন থেকে মসজিদে গিয়ে নামাজ পড়বো। রমজানে অনেকেই মসজিদে গিয়ে জামাতে তারাবিহ নামাজ পড়তে চান। তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবেও আমাকে অনুরোধও করেছেন। সবকিছু বিবেচনায় আগামীকাল থেকে পরিপূর্ণভাবে খুলে দেওয়া হচ্ছে সারা দেশের মসজিদ।

Leave A Reply

Your email address will not be published.

Title