কেরাণীগঞ্জের সামাজিক দূরত্ব না মেনে শপিংমল পরিচালনা কারার জন্য একটি শপিংমল বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।উপজেলার দক্ষিন কেরানীগঞ্জে অবস্থিত আব্দুল্লাপুর শপিং সেন্টার নামে এ শপিং মলটি বন্ধ করে দিয়েছে ।
আজ ১৪ মে বৃহস্পতিবার কেরাণীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল এ মার্কেটটি বন্ধ করার নির্দেশ দেন। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব না মেনে এই মার্কেটিতে ব্যাবসা পরিচালনা করে করে আসছিল কর্তৃপক্ষ। এমন খবর পেয়ে সেখানে ছুটে যাই। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাৎক্ষনিক মার্কেটটি বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয় কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান অন্যান্য বাজার যথাযথা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি অনুসরন করে সরকারের দেওয়া শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখা যাবে।তবে যারা এসব নিয়ম পালনে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Prev Post