কেরানীগঞ্জে নিঁখোজের ৪ দিন পর মিলল ধলেশ্বরীতে বৃদ্ধের  লাশ

 

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় নিঁখোজের চার দিন পর ধলেশ্বরী নদীতে ভেসে উঠলো ফুলচান সরকার (৫২) এর লাশ। সে গত শনিবার (৬ ফেব্রুয়ারি) বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিসিক শিল্পনগরীর দক্ষিণ-পশ্চিম কর্ণারে ধলেশ্বরী নদীতে লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
জানা গেছে, ৪ সন্তানের বাবা ফুলচান সরকারের বাড়ি রোহিতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে। সে গত ৬ ফেব্রুয়ারি (শনিবার) পরিবারের লোকজনের সাথে অভিমান করে একটি কলস ও রশি নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেনি। পরদিন সকালে স্বজনরা ডুবুরি দল নিয়ে নতুন সোনাকান্দা ঢাকা বিসিক শিল্পনগরী খেয়াঘাট ও আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান পাননি ।
অবশেষে নিখোঁজের ৪ দিনের পর আজ বিকেলে গলায় রশি ও কলসি বাঁধা লাশ দেখে স্থানীয়রা পুলিশ ও আত্মীয় স্বজনকে খবর দেন। এলাকাবাসীর ধারনা তার এক মেয়ে পালিয়ে বিয়ে করায় অভিমানে আত্মহত্যা করেছেন তিনি।
ঘটনাস্থলে থাকা কেরানীগঞ্জ মডেল থানার এসআই মাহমুদ জানান, আজ সন্ধ্যায় এলাকাবাসীর মাধ্যমে খবর পাই যে, বিসিক শিল্পনগরীর দক্ষিণ-পশ্চিম কর্ণারে ধলেশ্বরী নদীতে একটি লাশ ভাসছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে নৌ-পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করি। সুরত হাল ও ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে
Leave A Reply

Your email address will not be published.

Title