নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বে করোনা ভাইরাসের প্রভাবে স্থবির জনজীবন। বাংলাদেশেও চলছে হোম কোয়ারেন্টাইন।গত ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সব কাজ কর্ম বন্ধ।এমন সময় অনেক দারিদ্র মানুষের ঘরে নেই চাল ডালসহ অন্যান্য খাদ্যদ্রব্য। রাজধানীর কেরানীগঞ্জে এমনসব দরিদ্র মানুষের মাঝে চাল,ডাল, পিয়াজ,আলু ও সাবান বিতরন করেছে কেরানীগঞ্জ থান কাপড় ব্যবসায়ী সমবায় সমিতি। ৩১ মার্চ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ কালীগঞ্জ জোড়া ব্রীজ এলাকায় প্রায় সাড়ে তিনশত মানুষের মাঝে এসকল পন্য সামগ্রী বিতরন করেন। এসময় থান কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল কালাম শেখ বলেন,আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এই সাড়ে তিনশ প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২কেজি অালু,১কেজি ডাল ও ১টা করে সাবান দিয়েছি।এই দু:সময়ে এসব মানুষের পাশে থাকা সকলের উচিত। তিনি আরো বলেন,আমদের সমাজে যারা বৃত্তবান আছেন তাদের সকলের উচিত দেশের এই দু:সময়ে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থান কাপড় ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সহ সভাপতি হাজী মো:লিটন খলিফা,সাধারন সম্পাদক হাজী আরাফাত হোসেন রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মো:আক্তার হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মো:সোহাগ সিকদার,সাংগঠনিক সম্পাদক মো:রাসেদুল হক,সাংগঠনিক সম্পাদক মো:আক্তারুজ্জামান রুবেল,কার্যকরী সদস্য মো:মহসিন প্রমূখ।