কেরানীগঞ্জে ঢাকা জেলা প্রসাশকের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
বিজ্ঞান মনস্ক জাতি গঠনে কেরানীগঞ্জ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রসাশক । মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা প্রসাশক মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ। এছাড়া কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ছানিয়া আক্তার, কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা পারভীন তিন্নি, কামরুল হাসান সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা ফখরুল আশ্রাফ, নয়াবাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ আবদুল মালেকসহ অন্যরা।
এসময় প্রধান অতিথি বলেন, দেশ উন্নয়নের আগে মানব সম্পাদের উন্নয়ন করতে হবে।আর এই মানব সম্পাদ গড়ার কারাখানা হচ্ছে শিক্ষক। আমরা যদি মানব সম্পাদ সংশয় সম্পূর্ণ ভাবে গড়তে পারি তাহলে স্বাভাবিক ভাবে দেশ উন্নত হবে। শিক্ষকের কাজ হচ্ছে দুটি ছাত্রদের জ্ঞানের পরিধি মাপা।আপনার সন্তান আপনার কথা যতটা প্রাধান্য দিবে তার চেয়ে বেশি প্রাধান্য দেয় শিক্ষকে। তাই তাদের সঠিক শিক্ষা দিন। আমরা চাই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে, বিজ্ঞান যদি কেউ শিখে তাহলে সে ঐ বিষয় কখন ভুলবে না। তাই শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে হবে।
এসময় সত্তর জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের হাতে ১১হাজার ২শত ৫০ টাকা করে ভাতা তুলে দেন। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৭০জন গ্রাম-পুলিশের হাতে একটি করে বাইসাইকেল তুলে দেন। এছাড়া কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) এর অফিস প্রাঙ্গনে উন্মুক্ত ভূমি বিরোধ নিস্পত্তির গনশুনানীর নিমিত্তে নির্মিত “আপন আলয়” নামের একটি উন্মুক্ত কক্ষ উদ্বোধন করেন। আমবাগিচা স্কুলে এল জি এস পি ৩ এর আওতায় নৈশ বিদ্যালয় ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,ড্রেস বিতরন করেন। পরে প্রাথমিক বিদ্যালয় অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।
এর আগে সকালে উপজেলার কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহিন ও গৃহহিন পরিবারের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহ নির্মান কাজ পরিদর্শন ,আগানগর ইউনিয়ন পরিষদ,মডেল থানা,ওয়েষ্ট ক্লিন মেনেজমেন্ট প্রজেক্ট,জিনজিরা প্রাসাদ,ইউজিডিএসপি প্রকল্পের আওতায় শাক্তা শিকারী টোলা উন্নয়ন কার্যক্রম ,শুভাঢ্যা তহশিল অফিস পরিদর্শন,উপজেলা ইউনিয়নের সচিবদের মাঝে কম্পিউটার সামগ্রী বিতরন,রুহিতপুর ভূমি অফিস উদ্বোধন,লাখিরচর আশ্রায়ন প্রকল্পের শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরনসহ একাধিক প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধন করেন।

Leave A Reply

Your email address will not be published.

Title