কেরানীগঞ্জে চালু হয়েছে অনলাইনে জমির খাজনা প্রদান কার্যক্রম

নিজস্ব প্রতিনিধিঃ অনলাইনে জমির খাজনার কার্যক্রম চালু করেছে কেরানীগঞ্জ উপজেলার ভূমি অফিস। ‘হাতের মুঠোয় ভূমি সেবা’ শীর্ষক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিং (১ম পর্যায়) কার্যক্রমের অংশ হিসাবে কেরানীগঞ্জের ডাকপাড়া, তারানগর, ঠাকুরপুর এ তিনটি মৌজায় প্রাথমিকভাবে এ সুবিধা চালু হয়েছে । কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল জানান, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যারসহ মামলা সম্পর্কিত তিনটি সফটওয়্যারের পাইলটিংয়ের জন্য প্রথম পর্যায়ে উপজেলার এলাকায় ভূমি অফিসের অন্তর্গত ৩টি মৌজা নির্বাচন করা হয়েছে। তিনি জানান , পর্যায়ক্রমে উপজেলার সকল ভূমি অফিসেই অনলাইনে খাজনা পরিশোধ করা যাবে। বিকাশ, রকেট, নগদ,শিওর ক্যাশের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সেবা, এছাড়াও সরকারী বেসরকারী আর্থিক লেনদেন কারী প্রতিষ্ঠানের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। কামরুল হাসান সোহেল আরো জানান, অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) প্রদান করা যাবে।

মানুষের ভূমি-সংক্রান্ত হয়রানি কমবে ও ভূমি অফিসের দুর্নীতি বন্ধ হবে। এ সময় আরও বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রয়াসে ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হয়েছে। তার ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী উদ্যোগের ফসল হিসাবে ভূমি মন্ত্রণালয় মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করেছে। এদিকে এই কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন,সরকারের এমন একটি মহৎ উদ্যোগকে এক শ্রেণির অসাধু লোক এটাকে ব্যাহত করার উদ্দেশ্য সাধারণত মানুষকে ভূল বোঝাচ্ছেন। কারণ অনলাইনে অন্তর্ভুক্ত হয়ে এই সেবা নিলে ঐ সকল অসাধু ব্যক্তিদের উদ্দেশ্য ব্যাঘাত ঘটাবে এইজন্য তারা ভুল বোঝাচ্ছেন। আমি ভূমি সেবা প্রত্যাশিদের আহবান করবো তারা যাতে আমাদের এই ডিজিটাল সেবা গ্রহন করে। এই সেবা পাওয়ার জন্য অনলাইনে ই-নামজারি ( E-namjari) নামে একটি ওয়েবসাইট রয়েছে। এখানে প্রবেশ করলেই খুব সহজে রেজিষ্ট্রেশন করা যাবে। উল্লেখ্য, ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার ব্যবহার করে ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রাপ্ত দাখিলার বৈধতা দিয়ে ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে একটি পরিপত্র জারি করেছে।

Leave A Reply

Your email address will not be published.

Title