কেরানীগঞ্জবাসীকে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও’র স্ট্যাটাস

প্রাইমটিভি বাংলা (অনলাইন)ঃ

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব যেনো বাংলাদেশে বিস্তার করতে না পারে সে লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রসাশন শুরু থেকেই কাজ করছে।এরই অংশ হিসেবে কেরানীগঞ্জের সর্ব সাধারনকে সচেতন করতে সব সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরলস কাজ করে যাচ্ছেন।কেরানীগঞ্জ উপজেলা কর্মকর্তার দেয়া একটি সতর্কমুলক ফেসবুক বার্তা হুবহু তুলে ধরা হলো:

সম্মানিত কেরাণীগঞ্জবাসী,
১.কেরানীগঞ্জ উপজেলায় বিদেশ থেকে আগতদের অবশ্যই বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে।এমনকি তিনি যদি সরকারি কর্মকর্তাও হয়ে থাকেন তাহলে তার বেলায়ও একই আইন প্রযোজ্য হবে।
২.স্কুল-কলেজ বন্ধ থাকবে।কোচিং বন্ধ থাকবে।শিক্ষার্থীদের অবশ্যই বাসায় থাকতে হবে।অভিভাবকগণ এটা নিশ্চিত করবেন।
৩.করোনা প্রতিরোধে স্থানীয় সচেতন সুধীজন,রাজনীতিবিদ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,ইমামবৃন্দের এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে। বিদেশ ফেরত কারো তথ্য পেলে উপজেলা প্রশাসনকে তথ্য দিন। আপনার প্রদত্ত তথ্য আমাদেরকে নিরাপত্তা দিবে।
৪.সংক্রামক রোগের বিস্তারে কোন রকমের অবহেলা লক্ষ্য করা গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
-উপজেলা প্রশাসন, কেরানীগঞ্জ, ঢাকা

Leave A Reply

Your email address will not be published.

Title