কাপাসিয়া( গাজীপুর)প্রতিনিধি: মানুষের মৌলিক চাহিদার প্রথম এবং প্রধান হচ্ছে খাদ্য যা আমাদের বেঁচে থাকার জন্য সবচাইতে বেশি প্রয়োজন এর মূলেই রয়েছে কৃষক। তাই কৃষক বাঁচলে আমরা বাঁচব দেশ বাঁচবে সেজন্য আমাদের কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হবার পর বলেছিলেন পাকিস্তানী লুটেরা আমাদের সব লুট করে নিয়ে গেছে। আমার দেশের মানুষ এখন তিন বেলা ঠিক মতো খেতে পায়না আর এই অভাব পূরণ করতে পারে একমাত্র দেশের কৃষক ভাইয়েরা। আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি যেখানে বীজ বপন করলেই ফসল হয় তাই এই দেশকে সোনার বাংলা তৈরি করতে হলে কৃষির উপর সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। সোমবার (৮ মার্চ )বিকালে উপজেলার দরদরিয়া স্কুল মাঠে রায়েদ ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের কৃষিতে উন্নতি করতে হলে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকদের একত্রিত করে সমবায় তৈরি করতে হবে এবং সমবায়ের মাধ্যমে কৃষির আধুনিক যন্ত্রপাতি কিনে কৃষিকে আধুনিকায়ন করতে হবে। কৃষিপন্যকে সঠিকভাবে বাজারজাত করে কৃষকদের সঠিক মূল্য পাইয়ে দিতে হবে। তবেই কৃষি কাজে মানুষ উৎসাহিত হবে দেশ হবে খাদ্যে সয়নসম্পুর্ন।
রায়েদ ইনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক লিটনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রাশেদুজ্জামান মিয়ার,গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজা প্রমুখ। সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিজ্যবাহী জারি গান এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জারি গানের দল।