তৈয়বুর রহমান, কালীগঞ্জে (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ৮টি অবৈধ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ এসব ইটভাটাকে ভেকু দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় মূলগাঁও এলাকায় ফারুক মিয়ার মালিকানাধীন মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম) নামে ৬টি অবৈধ ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে গোনাপাড়া এলাকায় নিরঞ্জন ঘোষের মালিকানাধীন মেসার্স আরসিজি ব্রিকসকে ৬ লাখ টাকা এবং আমিনুল ইসলাম আরিফের মালিকানাধীন মেসার্স উমামা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ইটভাটার আগুন নেভায় এবং ভেকু দিয়ে ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ, দিলরুবা আক্তার, র্যাব-১, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, গাজীপুরের কালীগঞ্জে ৮টি অবৈধ ইটভাটাকে ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।