কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাসে আক্রান্তকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ৪, ৫, ৬ নং ওয়ার্ডকে শনিবার থেকে রেড জোন হিসেবে ঘোষণা করেন গাজীপুর জেলা প্রশাসক।
শনিবার (১৩ জুন) দুপুর থেকে সন্ধ্যারাত পর্যন্ত গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি অমান্যসহ বিভিন্ন অপরাধে ৬ জনকে ১১ হাজার ৪ শত টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি অমান্যসহ বিভিন্ন অপরাধে এই সংক্রান্ত বিষয়ে ১১ টি মামলা দায়ের করেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশেষ অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করে থাকেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার অফিস ও প্রতিষ্ঠান জনসাধারণ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন চলাকালীন সময়ে রেড জোনে প্রবেশ এবং রেড জোনে অবস্থান করলে বাহির হতে পারবে না। এই নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।