কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার ও তার পরিবারকে বাড়ি পোড়াঁনোসহ জ্যান্ত কবর দিয়ে মেরে ফেলার হুমকি দেয়া শীর্ষ সন্ত্রাসী বাবুল পারভেজ ওরফে টুন্ডা বাবুল।
গ্রেফতারকৃত টুন্ডা বাবুলকে সোমবার দুপুরে গাজীপুর অদালতে প্রেরন করে কালীগঞ্জ থানা পুলিশ। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে আব্দুল গাফফার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যার নম্বর ১১। পরে অভিযোগের প্রেক্ষিতে থানার তদন্ত ওসি শহিদুল ইসলাম ও এসআই মঞ্জুরুল ইসলাম তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল টেকিংয়ের মাধমে রবিবার রাতে কালীগঞ্জ পৌর সভার মুলগাঁও এলকার তার কথিত স্ত্রী নিলার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত টুন্ডা বাবুল (৫৫) গাজীপুর মহানগরের ২৯ নম্বার ওয়ার্ডের ভোড়া গ্রামের মৃত- আব্দুল আলীমের ছেলে।
থানা ও অভিযোগ সূত্রে জানাজায়, গতকাল রবিবার সকলে একটি অজ্ঞাতনামা মোবাইল নম্বর দিয়ে ফোন করে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে বিকেলে ৪ টার দিকে লোকজন নিয়ে মোটর সাইকেল যোগে ওই সাংবাদিকের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার পরিবারের লোকজনদের পুড়িঁয়ে মারার হুমকি দিয়ে চলে যায়। এতোও ক্ষান্ত না হয়ে ওই দিন বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে পুনরায় মোবাইলে ফোন দিয়ে অবস্থান জানতে চেয়ে অকথ্য ভাষায় গালমন্দসহ জ্যান্ত কবর দিবে বলে হুমকি দেয়। পরে তিনি কালীগঞ্জ রির্পোটার্স ইউনিটিতে এসে ইউনিটির সদস্য সাংবাদিক লোকমান হোসেন পনির, সাংবাদিক আব্দুর রহমানের সামনে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যাসহ দেখিয়ে নেয়ার হুমকি দিয়ে চলে যায় সে ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.কে. এম মিনাজুল হক বলেন- অভিযোগ পেয়ে মোবাইল ট্যাকিংয়ের ম্যাধ্যমে তাকে আটক করা হয়েছে।