পৌরসভা হলো গ্রাম থেকে একটু উপরে ঝলমলে শহর : চুমকি এমপি

তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌর ২ নম্বর ওয়ার্ড ( তুমুলিয়া) আ’লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর)  সন্ধ্যা রাতে  পৌর ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আকরাম হোসেন বিটুর সভাপতিত্বে ও  উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. তাওহীদ মোল্লা সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন  কেন্দ্রীয় আ’ লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী,  সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, সাংগঠনিক সম্পাদক কাজী বশির উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, কালীগঞ্জ পৌর মহিলা আ’লীগের সভাপতি আমিরুন্নেসা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান আশরাফী খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা প্রমুখ।
এই সময়  উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকার, জেলা অা’লীগের সদস্য তাসলিমা রহমান লাভলী,  উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম সরকার তোরণ, অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক,  কালীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম সিজুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি মেহের অাফরোজ চুমকি এমপি বলেন- নৌকা মার্কা বাংলার ইতিহাসের সাথে যুক্ত। নৌকা দিয়ে উন্নয়ন হয়। এমন উন্নয়নের মার্কা আর কোথাও খুঁজে পাবেন না। এলাকায় শিল্প প্রতিষ্ঠান হলে বোনদের চাকরি হবে। নারী হয়ে নারীদের কষ্ট আমি বেশি বুঝবো। সরকার যখন বাসা বাড়িতে গ্যাসের ব্যবস্থা করবে সবার আগে আপনারা পাবেন। নৌকায় ভোট দিলে পৌরবাসীর ভাগ্যোন্নয়ন হবে।
তিনি  বলেন- পৌরসভা হলো গ্রাম থেকে একটু উপরে ঝলমলে শহর। যেখানে ভালো রাস্তাঘাট থাকবে, ড্রেন, পানি ও গ্যাসের ব্যবস্থা থাকবে। পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ ও থাকবে শহর জুড়ে আলো ঝলমল। অত্যন্ত দুঃখের বিষয় যিনি পৌরসভার মেয়র হয়েছেন তিনি কোনো উন্নয়নই করেননি। আমার তহবিল থেকে পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। তিনি তো বঙ্গবন্ধুর নামও মুখে উচ্চারণ করেন না। তারা স্বাধীনতাকে বিশ্বাস করেন না। পৌর পিতা নির্বাচনে ভুল হলে দুর্ভোগ জনগণকেই পোহাতে হয়। আমার তহবিল নৌকার উন্নয়নে কাজ করবে। প্রকৃত পৌর সেবা পেতে নৌকায় ভোট দিতে হবে।

Leave A Reply

Your email address will not be published.

Title