কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: দেশে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে থাকলেও বন্ধ হচ্ছে না অযথা ঘোরাঘুরি। এতে ভাইরাসটির বিস্তার মারাত্মক আকার নেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সীমান্তে বসানো হয়েছে চেকপোস্ট। অন্য উপজেলার মানুষ যেন কাপাসিয়ায় প্রবেশ ও বাহির না হতে পারে এমন উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সূর্য নারানপুর ও চেরাগআলী চেকপোষ্টে বসিয়ে মোবাইল পরিচালনা করে ১১ টি মামলায় ১৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা জানান সরকারী নির্দেশ অমান্য করে এক উপজেলা থেকে অন্য উপজেলায় প্রবেশ ও বাহির হওয়ার এবং অযথা ঘোরাঘোরি করা অপরাধে ১১ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।