কাপাসিয়ায় ভেজাল ওষুধ বিক্রির অপরাধে জেল-জরিমানা

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভেজাল ওষুধ বিক্রির অপরাধে মোঃ লুৎফুর রহমানকে ৩ মাসের জেল ও আব্দুল সালাম কে ২০ হাজার টাকা জরিমানা করেন ভাম্যমান আদালত।

৩ মে বিকালে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমত আরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় জেনিথ ফার্মাসিটিক্যাল লিমিটেডের পেইন কিলার ন্যাপ্রোক্সেন প্লাস ৫০০+২০ মি, গ্রা অবিকল নকল ওষুধ বিক্রির অপরাধে তাদের ১ জনকে জেল ও অপরজনকে জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন গাজীপুরের তত্ত্বাবধায়ক মরুময় সরকার, কাপাসিয়া থানার এসআই মিনহাজ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, ঔষধ আইন ১৯৪০ সালের ১৮/২৭ ধারা মোতাবেক মোঃ লুৎফুর রহমানকে ৩ মাসের জেল, আব্দুল সালাম কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

Title