কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কালাই থানা পুলিশ

জয়পুরহাট প্রতিনিধিঃ মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হতে জনতার এই মন্ত্র সামনে নিয়ে জয়পুরহাটের কালাইয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লাঠি কিংবা অস্ত্র নিয়ে নয়, এবার কালাই থানার পুলিশ বাহিনীর সদস্যরা করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়ায় অতিদরিদ্র মানুষজনের হাতে তুলে দিল খাদ্য সহায়তা। করোনা ভাইরাসের প্রভাবে উপজেলার বিভিন্ন শ্রেণির পেশার মানুষ কর্মহীন হয়ে পড়ায় জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে তাদের চাল, ডাল, আলু, চিনি ও তেল বিতরণ করেন কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার আয়োজনে শনিবার দুপুরে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে দিনমজুর, রিক্সা-চালক, ভ্যান-গাড়িচালক, হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, চা-পানের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে মানুষের মাঝে সামাজিক দূরুত্ব বজায় রেখে এক এক করে ২শ ৫০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন।  এসময় উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, কালাই থানা ওসি (তদন্ত) মো. আব্দল মালেক, কালাই থানা এসআই মো. শুকুর আলি প্রমুখ।

সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সকলকে বাড়িতে থাকার আহবান জানিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান বলেন, করোনাভাইরাসের কারণে উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষদের চলাচল ও কর্মজীবন বন্ধ হওয়ার কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থায় কষ্টে জীবন যাপন করছেন উপজেলার খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলো। তাই ঐসব পরিবারের মাঝে ২শ ৫০টি প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

Title