নিজস্ব প্র্রতিবেদক : বাংলাদেশের মত ঘনবসতিপূর্ণ দেশে আক্রান্ত বিবেচনায় কভিড-১৯ এ মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে মিডিয়া ব্রিফিংকালে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ইউরোপ, আমেরিকা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হচ্ছে। এমনকি পাশের দেশ ভারতও করোনাভাইরাস সামলাতে হিমশিম খাচ্ছে। ভারতে দিনে প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্তের পাশাপাশি মৃত্যুও হচ্ছে প্রচুর। কিন্তু আমাদের দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এখন ১ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে, দিনে দিনে আক্রান্ত হারও কমে যাচ্ছে। কোরবানী ঈদে আক্রান্ত সামান্য বৃদ্ধি পেলেও তা সামলিয়ে নেওয়ার সক্ষমতা এখন স্বাস্থ্যখাতের হাতে রয়েছে।